পরিবর্তনের পালটা পরিবর্তনের ডাক আগেই শোনা যাচ্ছিল BJP নেতাদের কণ্ঠে। এবার নির্বাচনী প্রচারের জন্য গান তৈরি করল গেরুয়া শিবির। এই ‘দিন বদলের গান’ নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ।
ভোটে বাকি আর হাতে গোনা মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে প্রচারে ময়দান আঁকড়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রচারে টুম্পা থেকে বেলা চাও-এর অবাধ বিচরণ। কিন্তু মোদীর ব্রিগেড সমাবেশের আগে নতুন আঙ্গিকে BJP-র প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
‘দিন বদলের গান’-এর ভিডিওতে কয়েক সেকেন্ড রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট অংশে তাঁকে তীব্র আক্রমণ করা হয়েছে। গানে BJPর দাবি, ‘ঝুটো কথায় মানুষ বারবার ভোলে না’।
একইসঙ্গে, তৃণমূলের ‘ঘরের মেয়ে’ স্লোগানকেও নিশানা করা হয়েছে। রয়েছে প্রতিশ্রুতির ফুলঝুরিও। রাজ্যে BJP ক্ষমতায় এলে শিল্পের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও উন্নতির দাবি করা হয়েছে এই ‘দিন বদলের গান’-এ । গেরুয়া শিবিরের দাবি, BJP ক্ষমতায় এলেই হাসবে ঘরের মেয়েরা।
প্রসঙ্গত, ৭ তারিখে ব্রিগেড ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভার আগে প্রচার তুঙ্গে। রাজ্য BJP সূত্রে খবর, এই সভায় থাকবে একাধিক চমক। সদ্য BJP-তে যোগ দেওয়া তারকা উপস্থিত থাকবেন ব্রিগেড মঞ্চে। এদিকে মোদীর সভার আগে পশ্চিমবঙ্গে প্রচারে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২ মার্চ দক্ষিণ কলকাতায় একটি রোড শো করার কথা ছিল অমিত শাহের। এছাড়াও ছিল তাঁর একগুচ্ছ কর্মসূচি।
শুধু তাই নয়, ৩ মার্চ রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করার কথাও ছিল তাঁর। কিন্তু এই যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। কেন শাহের সফরসূচিতে এই পরিবর্তন, তা জানা যায়নি। তবে মোদীর জনসভাকে সফল করা রাজ্য BJPর কাছে বড় চ্যালেঞ্জ।
Be the first to comment