একুশের নির্বাচনে তৃণমূলের নয়া স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’

Spread the love

গত কয়েকদিনে ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের ভোটের স্লোগানেও সেই তত্ত্বেরই ছোঁয়া। ‘বাংলার গর্ব মমতা’র পর এবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। বঙ্গ ভোটের পটে এই স্লোগানকে সামনে রেখেই জোরাল প্রচার চালাবে শাসকদল। শনিবার তৃণমূল ভবন থেকে এই স্লোগানের পথ চলা শুরু হল।

এদিন স্লোগানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিরোধীরা যখন নিজেদের মুখ্যমন্ত্রীর মুখ খুঁজতে হন্যে হয়ে যাচ্ছে, আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্য কারোর কথা ভাবার সময়ই নেই।

সুব্রতর কথার রেশ ধরেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, বাংলা গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। বাংলার গরিমা যিনি রক্ষা করেছেন, যিনি সব শ্রেণির মানুষের খবর রাখেন, বাংলার মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন সেই সকলের প্রিয় মেয়েকে বাংলা আবার চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*