নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই প্রচার শুরু করে দিতে চান মুখ্যমন্ত্রী, ৫ অক্টোবর তৃণমূল ভবনে বৈঠক

Spread the love
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই রাজ্য জুড়ে দলের প্রচার শুরু করে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই আগামী ৫ অক্টোবর তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির প্রত্যেক সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। জানা গেছে, বৈঠকেই তৃণমূল নেত্রী ঠিক করে দেবেন, যে লোকসভা ভোটের আগে কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হবে। যাঁরা দায়িত্ব পাবেন, তাঁরা যেন এখন থেকেই নিজের কাজ শুরু করে দিতে পারেন, সেইজন্যই এত আগে থেকে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য জুড়ে এখন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ দল হিসেবে উঠে আসছে বিজেপি। কলকাতায় এসে সভা করে অমিত শাহ হুঙ্কার দিয়ে গেছেন ২০১৯ লোকসভা নির্বাচনে ২২ টি আসন জিতবেন তাঁরা। যতই তৃণমূল নেতারা অমিত শাহের এই বক্তব্যকে উড়িয়ে দিন, কাওকে সুযোগ দিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। আর তাই এই বৈঠকেই ঠিক করা হবে, কোন কোন ইস্যু নিয়ে রাজ্য জুড়ে বিজেপি’র বিরুদ্ধে প্রচার চালানো হবে। দলের নেতাকর্মীদের জন্য পুরো গাইডলাইন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ ছাড়াও এই বৈঠকে দলের মধ্যে কিছু সাংগঠনিক পরিবর্তন হবে বলে তৃণমূল সূত্রে খবর। নবনির্বাচিত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে খবর। লোকসভা নির্বাচনের আগে দলের সঙ্গে সঙ্গে ছাত্র পরিষদেরও কিছু ভূমিকা থাকবে। জানা গেছে, সেই ভূমিকা কী হবে, তা এ দিনের বৈঠকে ছাত্র পরিষদ সভাপতিকে জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*