প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত থাকবে তা চূড়ান্ত হয়ে গেলো। জানা গিয়েছে, প্রথম দফার ভোটে থাকতে চলছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগে ঠিক ছিল ৭৯ কোম্পানি বাহিনী থাকবে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী আরও ৪ কোম্পানি বাড়িয়েছে। ইতিমধ্যেই বুথ গুলিতে বাহিনী পৌঁছতে শুরু করেছে।
জানা গিয়েছে, কোচবিহারে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ১০৬০টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি বুথগুলিতে রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে। মোট বুথের সংখ্যা ২০১০টি।
প্রথম দফার ভোটে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বুথ পাহারা, কুইক রেসপন্স টিম এবং স্ট্রংরুম পাহারার দায়িত্বে থাকবে ৭৪ কোম্পানি বাহিনী। ভোটারদের আস্থা বাড়াতে রয়েছে ৯ কোম্পানি বাহিনী। ইতিমধ্যে রুটমার্চও শুরু করে দিয়েছে তারা। তবে এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে, তাতে সব বুথে মোতায়েন হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী।
একনজরে কোচবিহার লোকসভা কেন্দ্র
মোট ভোট কেন্দ্র ১৫০১টি
মোট বুথের সংখ্যা ২০১০টি
মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৯৫৯৮
এক নজরে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র
মোট ভোট কেন্দ্র ১৫০২
মোট বুথ ১৮৩৪
ভোটার সংখ্যা ১৬,৪২,২৮৫
Be the first to comment