আগামী ১২ নভেম্বর বিধানসভা ভোট শুরু হবে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, তেলেঙ্গানা ও মিজোরামে। ভোটপ্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ওই সময় একজিট পোল নিষিদ্ধ করে দিল নির্বাচন কমিশন। খবরের কাগজ, ইলেক্ট্রনিক মিডিয়া কিংবা ডিজিট্যাল মিডিয়া, কোথাও কোনওভাবেই একজিট পোল প্রকাশ করা যাবে না।
নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬ (১) ধারা অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কোনও ইলেকট্রনিক মিডিয়ায় জনমত সমীক্ষা বা অন্য কোনও সমীক্ষা প্রকাশ করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করছে, ১২ নভেম্বর সকাল সাতটা থেকে ৭ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কোনও ধরনের সংবাদ মাধ্যমে একজিট পোলের ফল প্রকাশ করা যাবে না।
ছত্তিশগড়ে ভোট হবে ১২ ও ২০ নভেম্বর। মধ্যপ্রদেশ ও মিজোরামে ভোট ২৮ নভেম্বর। তেলেঙ্গানা ও রাজস্থানে ভোট ৭ ডিসেম্বর। গণনা হবে ১১ ডিসেম্বর। পর্যবেক্ষকদের ধারণা, আগামী বছরে লোকসভা ভোটের আগে পাঁচটি রাজ্যের উপনির্বাচনে বোঝা যাবে, বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা ।
কোনও ভোটার ভোট দিয়ে বুথ থেকে বেরনোর পরে সমীক্ষকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কাকে ভোট দিলেন? এমন বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা হয়, কোন দলের দিকে পাল্লা ভারী । একেই বলে একজিট পোল ।
আমাদের দেশে দেখা গিয়েছে, একজিট পোলের ফলাফল অনেক সময়েই মেলে না । অনেকের ধারণা, অল্প কয়েকজনকে প্রশ্ন করেই ভোটের ট্রেন্ড বুঝতে চান সমীক্ষকরা। তাতেই তাঁরা ব্যর্থ হন ।
একজিট পোলের সঙ্গে ভোটের ফল মিলুক অথবা না মিলুক, তা নিয়ে মানুষের আগ্রহ আছে যথেষ্ট । ভোটের পরে একজিট পোলের ফলাফল নিয়ে নানা মহলে আলোচনা হয় ।
নির্বাচন কমিশনের ধারণা, একজিট পোলের ফল মানুষকে প্রভাবিত করতে পারে। যে সব জায়গায় আগে ভোট হয়ে যাবে সেখানকার একজিট পোলের ফল দেখে হয়তো অনেকে সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেওয়া যায় । এমন যাতে না হয় সেজন্য আগেও ভোটপর্ব শেষ হওয়া পর্যন্ত একজিট পোলের ফল প্রকাশ নিষিদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন । এবার পাঁচ রাজ্যের ভোটেও তাই করা হয়েছে। ৭ ডিসেম্বর পাঁচ রাজ্যে ভোট শেষ হওয়ার পরে অবশ্য একজিট পোলের ফল প্রকাশ করতে বাধা নেই ।
Be the first to comment