ভারতীয় নির্বাচন কমিশন এক বড় পদক্ষেপ নিতে চলেছে ৷ একেবারে সর্বোচ্চ সিলমোহর নিয়ে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ বাধ্যতামূলক করতে চলেছে তারা ৷
গত মাসেই মেমারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বড়সড় চুরি হয়। ব্যাঙ্কের ভল্ট থেকে ৮৪ লক্ষ ৫০হাজার টাকা উধাও হয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন ব্যাঙ্কের সিনিয়র ইন্সপেক্টর তারক জয়সওয়াল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে টাকা লোপাটের পিছনে ছিল তারক জয়সওয়ালেরই হাত। শুক্রবার অভিযুক্ত তারককে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। জেরায় টাকা চুরির কথা স্বীকার করেন তিনি।
শুক্রবার বিকেলে তারক নিজেই ব্যাঙ্কে এসে হাজির হন। ব্যাঙ্কেই টানা ২ ঘণ্টা তাঁকে জেরা করে পুলিশ। সেখানেই টাকা চুরির কথা স্বীকার করেন তারক।স্বীকারোক্তির পরই তাঁকে গ্রেফতার করে মোমারি থানার পুলিশ।
Be the first to comment