ভেলোর কেন্দ্রে নির্বাচন বাতিল করলো কমিশন

Spread the love

ত্রিপুরার পাশাপাশি এবার তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রেও নির্বাচন বাতিল করলো নির্বাচন কমিশন। টাকার লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগেই আপাতত স্থগিত থাকছে ভেলোর কেন্দ্রের ভোটগ্রহণ। তবে তামিলনাড়ুর বাকি ৩৮টি আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহেই ডিএমকে নেতাদের বাড়ি থেকে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। এই ঘটনার পরই রাষ্ট্রপতির কাছে এই বিষয়ক চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন, সেই চিঠির পরিপ্রেক্ষিতেই ভেলোর কেন্দ্রে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রসঙ্গত, স্থানীয় ডিএমকে নেতা পুনজোলাই শ্রীনিবাসনের আত্মীয়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করে আয়কর বিভাগ ও পরে প্রায় ১১.৪৮ কোটি নগদ টাকার মালিকানার কথা স্বীকার করেন শ্রীনিবাসন। এছাড়াও, ১ এপ্রিল ডিএমকের কোষাধ্যক্ষের পুত্র কাথির আনন্দের বাড়ি থেকেও প্রায় ১ কোটি টাকা উদ্ধার করে আয়কর দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*