বিষ্ণুপুরের এসডিপিও সহ ৭ পুলিশ অফিসারকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন

Spread the love

এক এসডিপিও সহ ৭ পুলিশ অফিসারকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। সেই কারনেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। জানা গিয়েছে, মুকুল রায় যে থানা এলাকার বাসিন্দা, সেই বীজপুরের আইসি-কে অপসারণ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বিষ্ণুপুরের এসডিপিও সুকমল দাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলো সবকটি বিরোধী রাজনৈতিক দল। নির্বাচনের অনেক আগে থেকেই সরব হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আর তখন থেকেই সুকমল দাসকে অপসারণের দাবি জানিয়ে আসছিলো বিজেপি। সুকমলের বিরুদ্ধে সিপিআই(এম) ও কংগ্রেসের তরফেও দায়ের করা হয় অভিযোগ। সেই সূত্রেই নির্বাচন কমিশন এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে বিষ্ণুপুরের এসডিপিওকে সরাতে হবে।

অন্যদিকে, দিনকয়েক আগে পশ্চিম বর্ধমানে গোষ্ঠীসংঘর্ষ হয়। বরাকরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সেই সংঘর্ষ হয় বলে অভিযোগ। সেই সময় রাজ্যে ছিলেন স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে। বারাবনির ওসি অজয় মণ্ডলকে সেই সূত্রেই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

পশ্চিম বর্ধমানের অন্ডালের ওসি রাজশেখর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার মুর্শিদাবাদে ভোট। ওই জেলার দুই আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো। বিরোধীদের অভিযোগ ছিল, রঘুনাথগঞ্জের আইসি সৈকত রায়, ফরাক্কার আইসি উদয়শংকর ঘোষ না কি পক্ষপাতমূলক আচরণ করছিলেন । সেই সূত্রেই এই দুই আইসি-কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন খোদ মুকুল রায় ।প্রসঙ্গত, বীজপুরে মুকুল রায়ের বাড়ি। সেই সূত্রেই এই আইসিকে সরানোর নির্দেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই। কারণ, ইতিমধ্যেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, মুকুল রায়ের ইঙ্গিতেই পুলিশ অফিসারদের সরানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এএসআই বিধান হালদারকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মধ্যেই এই বদলির নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

যাদের সরিয়ে দিলো নির্বাচন কমিশন-

রঘুনাথগঞ্জের আইসি শংকর রায়

ফরাক্কার আইসি উদয়শংকর ঘোষ

বারাবনির ওসি অজয় মণ্ডল

অন্ডালের ওসি রাজশেখর মুখার্জি

বীজপুরের আইসি কৃষ্ণন্দু ঘোষ

সামশেরগঞ্জের এএসআই বিধান হালদার

বিষ্ণুপুরের এসডিপিও সুকমল দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*