প্রথম এবং দ্বিতীয় দফার ভোট মোটামুটিভাবে শান্তিতে মিটলেও তৃতীয় দফার ভোটে রাজ্য জুড়ে বেশ কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ মুর্শিদাবাদের ভগবানগোলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ১ জনের ৷ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ তৃতীয় দফার ভোটে গন্ডগোলে আহতের সংখ্যা প্রায় ৯ ৷ গ্রেফতার হয়েছেন প্রায় ২৩১ জন ৷ উদ্ধার হয়েছে ২টি বোমাও ৷ যার জেরে চতুর্থ দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন ৷
উল্লেখ্য, তৃতীয় দফার প্রায় ৯২ শতাংশ বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় প্রায় সব বুথেই বাহিনী থাকবে। এদিন নির্বাচন শেষে সাংবাদিক বৈঠকে বসে কমিশন ৷ সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তৃতীয় দফার নির্বাচনে হিংসার কথা স্বীকার করে নেন ৷ তিনি বলেন, তৃতীয় দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটেছে ৷ তবে, দু’একটা জায়গায় বিক্ষিপ্ত হিংসার খবর মিলেছে।
পাশাপাশি তিনি আরও বলেন, আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের ৯৮ শতাংশ বুথে ৪৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷
Be the first to comment