কমিশনের বিশেষ নজরে দক্ষিণ চব্বিশ পরগণা; হাওড়া- হুগলিতেও কড়া নিরাপত্তা

Spread the love

দক্ষিণ চব্বিশ পরগণার তিন পুলিশ জেলা তো রয়েইছে৷ এর সঙ্গে হাওড়া গ্রামীণ এবং হুগলি গ্রামীণ পুলিশ জেলাক তৃতীয় দফার নির্বাচনে বিশেষ নজরে রাখছে নির্বাচন কমিশন৷ আর সেই মতো এই পুলিশ জেলাগুলিতে অতিরিক্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে৷

কমিশন সূ্ত্রে খবর, ভোটের জন্য হুগলি গ্রামীণ জেলায় ১৬৬ কোম্পানি এবং হাওড়া গ্রামীণ জেলায় ১৩২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগণার তিনটি পুলিশ জেলায় ৩০১ কোম্পানি আধা সেনা মোতায়েন করছে কমিশন৷ দক্ষিণ চব্বিশ পরগণার এই তিন পুিলশ জেলা হল- বারুইপুর, সুন্দরবন এবং ডায়মন্ড হারবার৷

কমিশন সূত্রে খবর সুন্দরবন পুলিশ জেলাতে ৬১ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে ১১৩ কোম্পানি এবং বারুইপুর পুলিশ জেলাতে ১২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে।

দক্ষিণ চব্বিশ পরগণার ৩১টি আসনে এবার দু’ দফায় ভোট গ্রহণ হবে৷ আগামী ৬ এবং ১০ এপ্রিল ভোট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণায়৷ যা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত৷ হুগলি এবং হাওড়াতেও এই দু’ দিনই ভোট রয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*