আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক

Spread the love
আসন্ন লোকসভা ভোট। আর এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হবে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে হাজির থাকতে বলা হয়েছে বেশ কয়েকটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিদের।
জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী বুথে কী কী সুবিধা দরকার তা জানিয়ে দেওয়া হবে এই বৈঠকে। পাশাপাশি সচিবদের পরামর্শও চাইবেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের শীর্ষ কর্তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, লোকসভা নির্বাচনে বাড়তে চলেছে বুথের সংখ্যা। সংখ্যাটা কত হবে তার নির্দিষ্ট তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই সব নতুন বুথ এবং পুরানো বুথগুলিতে সাধারণভাবে যেসব সুযোগ-সুবিধা দরকার তা জানানো হবে সচিবদের।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর, আজকের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জনস্বাস্থ‍্য দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর, পঞ্চায়েত দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তরের প্রিন্সিপাল সচিবকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*