গৌতম দেবের নামে কমিশনের কাছে নালিশ জানালো বিজেপি

Spread the love

চতুর্থ দফা ভোটের আগের দিন নির্বাচন কমিশনের দফতরে বিজেপির প্রতিনিধি দল। গৌতম দেবের বিরুদ্ধে নালিশ থেকে শান্তিপূর্ণ ও অবাধ ভোটের দাবি-সহ একগুচ্ছ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেই শুক্রবার কমিশনে যান শিশির বাজোরিয়া, রন্তিদেব সেনগুপ্তরা। ভোটের নিরাপত্তা জোরদার করে ভোটারদের আশ্বস্ত করার বিষয়েও কমিশনের আর্জি জানান তাঁরা।

শিশির বাজোরিয়ার কথায়, তৃণমূলের বিদায়ী মন্ত্রী গৌতম দেব হুমকি দিয়ে বলেছেন, বিজেপিকে ভোট দিলে এলাকা থেকে তাড়িয়ে দেবেন। এটা তো সরাসরি হুমকি। এটা আমরা কমিশনকে জানিয়েছি। গৌতম দেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে একটা জিনিস বলতেই হবে, গৌতমবাবু আপনি কি ২রা মে-এর পর রাজনৈতিকভাবে থাকবেন? মানুষ আপনাকে তাড়িয়ে দেবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভোটপ্রচারে বেরিয়েছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী গৌতম দেব। সেখানেই তিনি বলেন, “তৃণমূলকে ভোট না দিলে জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। আমি গৌতম দেব, যা বলি তাই করি।” এই বক্তব্য নিয়ে প্রথম থেকেই সরব ছিল বিজেপি। নির্বাচন কমিশনও ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে।

একইসঙ্গে শিশির বাজোরিয়া অভিযোগ করেন, দক্ষিণ হাওড়ায় তাঁদের দলীয় প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর কনভয়ের উপরও হামলা হয়েছে। এ প্রসঙ্গে রন্তিদেব বলেন, “দক্ষিন হাওড়ার কর্মীদের বাড়িতে যাচ্ছিলাম রাতে। নাজিরগঞ্জ থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ গলির কাছে এসে একদল ছেলে রাস্তা আটকায়। অশ্রাব্য গালিগালাজ করে। গাড়ির কাঁচ ভেঙে দেয়। ভয়ে কাঁপছিলাম। নিরাপত্তার অভাব বোধ করছে সবাই। প্রতিদিন ওখানে বলছে খেলা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন লাঠি নিয়ে বের হতে। তাই এই সব হচ্ছে। রাস্তায় থাকব, প্রতি বুথে ঘুরব। ভোট যেন শান্তিতে হয় সেটাই বলতে এসেছি।”

একইসঙ্গে চেতলায় রুদ্রনীল ঘোষের উপর হামলার অভিযোগ নিয়েও এদিন কমিশনকে নালিশ করে বিজেপি। রাজ্যজুড়েই শাসকদল হিংসার বাতাবরণ তৈরি করে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*