শ্লীলতাহানির অভিযোগ প্রিয়াঙ্কার, পুলিশকর্তাকে ভবানীপুরের ভোট থেকে সরাতে কমিশনের দ্বারস্থ বিজেপি

Spread the love

কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) আকাশ মাঘারিয়াকে ভোটের দায়িত্ব থেকে সরাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি ৷ শুক্রবার এই নিয়ে তাদের তরফে অভিযোগ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে ৷

বিজেপির অভিযোগ, ভবানীপুর উপ-নির্বাচনে তাদের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল-সহ বেশ কয়েকজন মহিলার সঙ্গে অভ্যবতা করেছেন কলকাতা পুলিশের ডিসিপি (দক্ষিণ) আকাশ মাঘারিয়া ৷ তাছাড়া তাদের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে শারীরিক হেনস্থাও করেছে ওই পুলিশ আধিকারিক ৷

তাই কমিশনের কাছে বিজেপির তরফে দাবি করা হয়েছে, যাতে ওই আইপিএসকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ আর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা লঙ্ঘন করার জন্য ওই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ প্রয়োজনে আকাশ মাঘারিয়াকে সাসপেন্ডের দাবিও জানিয়েছে বিজেপি ৷

প্রসঙ্গত, সম্প্রতি মানস সাহা নামে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে ৷ বিজেপির অভিযোগ, মানস সাহা মগরাহাটে বিজেপির প্রার্থী ছিলেন ৷ ভোটের গণনার দিন তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ৷ তার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ নিয়ে বিজেপি নেতারা আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ৷ সেখানে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায় ৷ রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই সময় পুলিশ তাঁকে সরিয়ে দেন সেখান থেকে ৷ এই ঘটনা নিয়ে আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে অভব্যতা ও হেনস্থার অভিযোগ তুলেছে বিজেপি ৷

তবে কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগে বিজেপি জানিয়েছে যে তারা শান্তিপূর্ণ শেষযাত্রা করছিল ৷ কিন্তু পুলিশ তাদের বাধা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে দেয় ৷ এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*