বয়াল নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়ল দিল্লিতে

Spread the love

বয়াল নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়লো কমিশনে। এডিজি আইনশৃঙ্খলার কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। ইতিমধ্যেই তা জমা পড়েছে কমিশনে।
প্রসঙ্গত, বয়ালের ৭ নম্বর বুথে অনিয়মের অভিযোগ তুলেছিলেন মমতা। বয়ালের বুথে বসেই বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে পরিস্থিতির বিস্তারিত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই অ্যাকশন টেকেন রিপোর্টের কথা জানা যাচ্ছে।

দ্বিতীয় দফার ভোট চলাকালীন বৃহস্পতিবার বয়াল মকতব প্রাথমিক বিদ্যালয়ের সাত নম্বর বুথে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ছিলেন। তিনি একটি হাতে লেখা চিঠি সুদীপ জৈনকে পাঠান। সূত্রের খবর, সেই চিঠির পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের অর্থাৎ এডিজি আইনশৃঙ্খলার কাছে জানতে চান, বয়ালে ঠিক কী ঘটেছিল, সে সময় পুলিশি ব্যবস্থা কী নেওয়া হয়েছিল।

এডিজি আইনশৃঙ্খলা বৃহস্পতিবার রাতেই সেই রিপোর্ট রাজ্য কমিশনে পাঠায়। সূত্রের খবর, শুক্রবার সকালেই সেই রিপোর্ট দিল্লিতে পৌঁছেছে। রিপোর্ট বলা হয়েছে, নন্দীগ্রামের জন্য যিনি দায়িত্বে ছিলেন সেই আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কী ভূমিকা ছিল, আইসি নন্দীগ্রাম. হলদিয়ার এসডিপিও ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তাঁদের ভূমিকাও জানানো হয়েছে রিপোর্টে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*