আজই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বিকেলে এ নিয়ে বিজ্ঞান ভবনে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও, কেরল, তামিলনাড়ু, পুদুচ্চেরি এবং অসম বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও একই সঙ্গে ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে খবর।
কমিশন সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিহার-মডেলে ৭ থেকে ৯ দফায় ভোট হতে পারে বাংলায়।
সূত্র মারফত জানা গিয়েছে, এপ্রিল থেকে মে মাসের মধ্যেই এই ৫ রাজ্যে নির্বাচন সম্পন্ন হবে। ৫ রাজ্যের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে হওয়া বৈঠকে প্রাথমিক ভাবে করোনা সংক্রমণ ও আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই পশ্চিমবঙ্গে অন্তত ৭ থেকে ৯ দফায় ভোট করানোর প্রশ্নে আলোচনা হয়েছে।
Be the first to comment