ইভিএম হ্যাক ইস্যুতে সোমবারই মুখ খুলেছিলেন সাইবার বিশেষজ্ঞ সইদ সুজা। আর তারপরই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। তবে মঙ্গলবার সইদ সুজার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে দিল্লি পুলিশকে নির্দেশ দিলো নির্বাচন কমিশন ৷
উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে লন্ডনে বসে বিস্ফোরক দাবি করেন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সইদ সুজা। তাঁর দাবি, ট্রান্সমিটার ব্যবহার করে ইভিএম হ্যাক করা যায়। ২০১৪ সালে তাই করা হয়েছিল। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাতের বিধানসভা ভোটেও ইভিএম হ্যাক করা হয় বলে দাবি তাঁর ৷ পাশাপাশি ইভিএম হ্যাকিংয়ের তথ্য ফাঁস করতে যাচ্ছিলেন বলেই গোপীনাথ মুন্ডেকে খুন করা হয় বলেও দাবি করেন সুজা।
Be the first to comment