রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন ৷
আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ মার্চ সকাল ১১.২০-তে বাগডোগরা বিমানবন্দরে নামবেন তাঁরা। এরপর দুপুর ১২টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠকে বসবেন । বিকেল ৩টে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জেলাশাসক, পুলিশসুপার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
জানা গিয়েছে, পরদিন অর্থাৎ ২৪ মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হবে সকাল ১০.৪৫ নাগাদ। সে দিনই বেলা ২.২৫ মিনিটে তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হবেন।
এতদিন পর্যন্ত রাজ্যের নির্বাচনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্যে থাকা অবজ়ারভার এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তা নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । আগামী দিনে নির্বাচনের জন্য আর কী কী পদক্ষেপ করা হবে তারও একটি রূপরেখা তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে ।
Be the first to comment