পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই লোকসভার প্রস্তুতি শুরু কমিশনের

Spread the love

হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচনের রেশ কাটতে না কাটতেই, শুরু হয়ে গেল ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি। আজ, শনিবার রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন এ রাজ্যের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। জেলা শাসকরা ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

জানা গিয়েছে, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ইভিএম এবং ভি ভি প্যাটের প্রথম পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ শিবির। পাশাপাশি চলবে ভোটার তালিকা সংশোধনীর কাজ। এদিন জেলা শাসকদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বিষয়ে আলোচনা হয়ছে বলে জানা গিয়েছে।

আগামী ১৯ আগষ্ট রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তিনজন ডেপুটি নির্বাচন কমিশনার। লোকসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতেই আসছেন তাঁরা। এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*