বয়াল ৭ নম্বর বুথে ভোট হয়েছে নির্বিঘ্নেই, ছাপ্পার অভিযোগ উড়িয়ে জানালো ইলেকশন কমিশন

Spread the love

বয়াল ৭ নম্বর বুথে মোকতাব প্রাথমিক বিদ্যালয়ে ভোট হয়েছে নির্বিঘ্নেই। ভোটে কোথাও কোনও বাধা পড়েনি। নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত ওই বুথে ভোট পড়েছে প্রায় ৭৪ শতাংশ। ওই বুথ কেন্দ্রের বাইরে প্রায় ৩ হাজার মতো লোকের জমায়েত হয়েছিল। তবে তাঁরা সবাই এখন সেই জায়গা ছেড়ে চলে গিয়েছেন। জেনারেল অবজারভার হেমেন দাসের রিপোর্টের ভিত্তিতে বিবৃতি পেশ করে একথাই জানাল নির্বাচন কমিশন।

একইসঙ্গে নির্বাচন কমিশনের তরফে ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বয়াল ৭ নম্বর বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘেরাও হয়ে থাকা ও তার পরিপ্রেক্ষিতে ভোটে বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়া মাত্রই জেনারেল অবজারভার হেমেন দাস ও পুলিস অবজারভার আশুতোষ রায়কে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৪টে বেজে ৬ মিনিটে তাঁদের দেওয়া রিপোর্টে জানা গিয়েছে যে, ঘণ্টা দেড়েক ওই বুথে ছিলেন মুখ্যমন্ত্রী। ৩টে ৩৫ মিনিট নাগাদ তিনি ওই বুথ থেকে বেরিয়ে যান। ভোটদানে কোনওপ্রকার বাধা পড়েনি। বিকেল ৪টে পর্যন্ত ওই বুথের ৯৪৩ জন ভোটারের মধ্যে ৭০২ জন ভোট দিয়েছেন।

এছাড়াও কমিশন আরও জানিয়েছে যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হাতে লেখা একটি অভিযোগপত্র মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে আজ বিকালে নির্বাচন কমিশনে জমা পড়েছে। অভিযোগপত্রটি ইতিমধ্যেই স্পেশাল জেনারেল অবজারভার অজয় নায়েক ও স্পেশাল পুলিস অবজারভার বিবেক দুবের কাছে পাঠানো হয়েছে। আগামিকাল সন্ধ্যে ৬টার মধ্যে তাঁদেরকে এঘটনায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*