‘আক্রান্ত’ মমতা, মুখ্যসচিবের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Spread the love

নন্দীগ্রামে তৃণমূলনেত্রী ‘আক্রান্ত’ হওয়ার খবরে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আগামী ১২ মার্চের মধ্যে মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে কমিশন। বৃহস্পতিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ‘হামলা’র প্রতিবাদে দিল্লিতে কমিশনের দফতরে গিয়ে প্রতিবাদ জানাবে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে কমিশনে যাবেন দলের নেতারা।

বুধবার সন্ধেয় তিনি যখন নন্দীগ্রামের বিরুলিয়ার কাছে একটি মন্দির থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময় থাকে কেউ বা কারা তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। পরিকল্পনা করে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধাক্কা লাগার পরেই তিনি মুখ থুবড়ে মাটিতে পড়ে যান।

তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে তোলেন। সঙ্গে-সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মমতা। গাড়িতে বসে বসে রীতিমতো কাতরাচ্ছিলেন তৃণমূলনেত্রী। সাংবাদিকদের তিনি বলেন, “৪-৫ জন চক্রান্ত করে ধাক্কা মেরেছে। জেনে শুনে ষড়যন্ত্র করে আমাকে আক্রান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো।”

উল্লেখ্য, বুধবার সন্ধেতেই নন্দীগ্রাম থেকে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন মমতা। মুখ্যমন্ত্রীকে গ্রিন করিডর করে SSKM-এ আনা হয়। SSKM-এর উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে রাখা হয় মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পা, কাঁধ, কোমর, বুক এবং মাথায় আঘাত লেগেছিল। দ্রুত তাঁর ইসিজি, এক্স-রে করা হয়। রিপোর্টে জানা যায়, বাঁ পায়ে চোট পেলেও হাড় ভাঙেনি।

বাঁ পা ছাড়াও শরীরের বেশ কয়েকটি জায়গায় চোট পেয়েছেন তিনি। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমআরআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তৃণমূল সুপ্রিমোর এমআরআই করা হয়। এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ডের সদস্যরাই দেখভাল করছেন মুখ্যমন্ত্রীকে।

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ‘আক্রান্ত’ হয়েছেন শুনেই বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। প্রাথমিক সেই রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়েছে। এবার সরাসরি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ মার্চের মধ্যে মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*