কমিশনের কার্যকলাপের সঙ্গে মূল্যবোধ মিলছে না’, এই কারণ জানিয়ে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনের আইনজীবী মোহিত ডি রাম। ২০১৩ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করতেন। শুক্রবার তিনি পদত্য়াগ করেন।
মোহিত ডি রাম জানান, ‘বর্তমানে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, তার সঙ্গে তিনি নিজের মূল্যবোধ মেলাতে পারছেন না। আর সেই জন্যই তিনি পদত্যাগ করছেন।’ তবে কমিশনের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কোভিডবিধি উড়িয়ে দিয়ে কীভাবে প্রচার চালানো হচ্ছিল, তা নিয়ে মাদ্রাজ হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে জানান, ‘কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।’
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তির বেঞ্চ জানায়,’ দেশের এই করোনা পরিস্থিতির জন্য শুধু নির্বাচন কমিশন দায়ী। করোনা সম্পর্কিত বিধি উড়িয়ে যখন প্রচার করছিলেন রাজনৈতিক নেতারা, তখন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন।’
মাদ্রাজ হাইকোর্টের এই ভর্ৎসনার পর নির্বাচন কমিশনের এই আইনজীবীর পদত্যাগের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment