নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
তাঁদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়াও হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১০ মার্চ বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে আহত হন মমতা। ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তার ৪ দিনের মাথায় কড়া পদক্ষেপ করল কমিশন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা অধিকর্তার পদ থেকে। সোমবার দুপুর ৩টের মধ্যে বিবেকের জায়গায় নতুন নিরাপত্তা অধিকর্তা নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment