ভোটে বলির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। জানা গিয়েছে, ১. রায়গঞ্জে ১ তৃণমূল সমর্থকের মৃত্যু হয়। মারাইকুড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ব্যক্তির। মৃতের নাম অমৃত সাহা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় তাঁর।
২. বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী তপন মণ্ডল খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷
৩. কুলতলির মেরিগঞ্জে টিএমসি এবং এসইউসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে ৷ মৃত তৃণমূল সমর্থকের নাম আরিফ আলি গাজি ৷ গুলি করে খুন করা হয়েছে তাকে ৷
৪. নাকাশিপাড়ায় খুন করা হয় তৃণমূল কর্মীকে ৷ বোমার আঘাতে খুন হন তৃণমূল কর্মী ৷ অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ৷ নিহত ব্যক্তির নাম আনসার শেখ ৷
৫. আমডাঙায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর ৷ বোমা নিয়ে যাওয়ার সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে তার ৷ মৃত সিপিএম কর্মীর নাম তৈমুর ৷
৬. মুর্শিদাবাদের নওদায় নির্দল সমর্থককে গুলি খুনের অভিযোগ। নিহতের নাম শায়েদ শেখ ৷
৭. নদিয়ার তেহট্টেতেও খুন হয়েছেন এক তৃণমূল কর্মী ৷ নিহতের নাম তয়বুর গাইন ৷
৮. কুশমণ্ডির কাটাবাড়িতে গুলিতে মৃত্যু এক যুবকের ৷ মৃত যুবকের নাম বিশু টুডু ৷ তিনি বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।
৯. দক্ষিণ দিনাজপুরেও মৃত্যু হয়েছে শাসক দলের এক সমর্থকের ৷ তপন ঘোষ নামে ওই সমর্থক-এর বোমার আঘাতে মৃত্যু হয়েছে ৷
১০. কোচবিহারে বিজেপি কর্মী দুলাল ভৌমিকের মৃত্যু হয়েছে ।
১১. বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী তপন মণ্ডল খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷
১২. নন্দীগ্রাম- এর গোপালপুর ৪০ নম্বর বুথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই সিপিএম সমর্থকের ৷ নিহত দুই সিপিএম সমর্থকের নাম অপু মান্না, যোগেশ্বর ঘোষ ৷
১৩. শান্তিপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জিত প্রামাণিক ৷ দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷
১৪. শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে গণপিটুনিতে মৃত এক এমএ পড়ুয়া।
Be the first to comment