ভোটের আগে শুক্রবারই রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের ২ পর্যবেক্ষক। শুক্রবার সন্ধ্যায় শহরে এসে পৌঁছবেন অজয় নায়েক (বিশেষ পর্যবেক্ষক) ও বিবেক দুবে (পুলিশ পর্যবেক্ষক)। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল, ৮ দফা ভোটের পুরো সময়টা তাঁরা রাজ্যেই থাকবেন। জেলায় জেলায় ঘুরবেন।
প্রসঙ্গত, গত বিধানসভা, লোকসভা ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বার বারই সন্ত্রাসের অভিযোগের সরব হয়েছে বিরোধীরা। ‘ভোট লুঠ’, ‘রিগিং’ করে নির্বাচনে জেতার অভিযোগ করেছে। এমনকি দল বদলে গেরুয়া শিবিরে গিয়ে শুভেন্দু অধিকারীও তোপ দেগেছেন, পঞ্চায়েত ভোটে কোনও গণনা হতে দেওয়া হয়নি। গণনার নামে প্রহসন হয়েছে।
Be the first to comment