
রোজদিন ডেস্ক: ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল শুভেন্দু-গড় কাঁথি। দফায় দফায় উত্তেজনা। শনিবার সকাল থেকে কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের (কন্টাই সিএআরডি ব্যাঙ্ক) নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।
কন্টাই কার্ড ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে বিগত কয়েক বছর ধরে এই ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচন হয়নি। দীর্ঘ টালবাহানার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার সকাল ৯টা থেকে ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কন্টাই কার্ড ব্যাঙ্কের মোট কেন্দ্র ১৪টি। একটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থী জয় লাভ করেন। কন্টাই কার্ড ব্যাঙ্কের মোট ডেলিগেটের আসন সংখ্যা ৭৮টি। ভোটার সংখ্যা ৫৮ হাজার ১৫৩টি।
এদিন কন্টাই কার্ড ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচন শুরু হতেই কাঁথি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তৃণমূল-বিজেপির মধ্যে তুমুল গণ্ডগোল শুরু হয়। এমনকী বুথ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শাসকদল ও বিরোধী- দুই পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
বিজেপির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অখিলপুত্র সুপ্রকাশ গিরি ও কাঁথি শহর তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ নায়কের নেতৃত্বে দলের কর্মীরা বিজেপির উপর হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও সুরজিৎ নায়ক। তৃণমূলের পাল্টা অভিযোগ, সাধারণ ভোটারদের প্রভাবিত করছে বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁদের বাধা দিতে গেলে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের উপর হামলা চালায়। সকাল থেকে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী, র্যাফ কমবোর্ড ফোর্স মোতায়েন রয়েছে। এরই মধ্যে রামনগর কলেজ ভোট কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে অখিল গিরি হাতে চোট পেয়েছেন। অভিযোগ, আধার কার্ড বা প্রয়োজনীয় নথির জেরক্স নিয়ে কেন্দ্রে ঢুকছিল ভোটাররা। এদিকে পুলিশ ওই জেরক্স কপি ভোট দেওয়ার যথাযথ নথি নয় বলে তাঁদের ভোট দিতে বাধা দেয়।
তৃণমূল বিধায়ক অখিল গিরি এরই প্রতিবাদ করেন। তখন পুলিশের সঙ্গে তাঁর তুমুল বিধায়কের বচসা বাধে। প্রাক্তন মন্ত্রীকে পুলিশ ধাক্কা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রামনগরে ভোটকেন্দ্রের সামনে অখিল গিরির অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন সন্ধ্যায় ১৩টি কেন্দ্রের ফলাফল জানা যাবে।
Be the first to comment