সমগ্র রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতির ভোটের ফলাফলঃ-
নদিয়ায় ৪৬১টি আসনের মধ্যে ৩৫৬টি ভোট হয়েছে, তৃণমূল ৩০১টি, বি.জে.পি ৪৫টি, সি.পি.এম ১০টি, কংগ্রেস ০, অন্যান্য ০।
মুর্শিদাবাদে ২৪৬টি আসনের মধ্যে ২১২টি ভোট হয়েছে, তৃণমূল ২০৯টি, বি.জে.পি ১টি, সি.পি.এম ২টি, কংগ্রেস ০, অন্যান্য ০।
উত্তর দিনাজপুরে ২৭৯টি আসনের মধ্যে ২৭৯টি ভোট হয়েছে, তৃণমূল ১৯১টি, বি.জে.পি ৫০টি, সি.পি.এম ২৪টি, কংগ্রেস ১৫টি।
জলপাইগুড়িতে ২১৭টি আসনের মধ্যে ২১৭টি ভোট হয়েছে, তৃণমূল ১৭৪টি, বি.জে.পি ৪১টি, সি.পি.এম ১টি, কংগ্রেস ১, অন্যান্য ০।
কোচবিহারে ২৬১টি আসনের মধ্যে ২৫১টি ভোট হয়েছে, তৃণমূল ২৪৫টি, বি.জে.পি ৫টি, সি.পি.এম ১টি, কংগ্রেস ১, অন্যান্য ০।
আলিপুরদুয়ারে ১৮১টি আসনের মধ্যে ১৮১টি ভোট হয়েছে, তৃণমূল ১২৩টি, বি.জে.পি ৫৫টি, সি.পি.এম ২টি, কংগ্রেস ১, অন্যান্য ০।
বীরভূমে ৬০টি আসনের মধ্যে ৬০টি ভোট হয়েছে, তৃণমূল ৫১টি, বি.জে.পি ৮টি, সি.পি.এম ১টি, কংগ্রেস ০, অন্যান্য ০।
পশ্চিম বর্ধমানে ৬৬টি আসনের মধ্যে ৬৬টি ভোট হয়েছে, তৃণমূল ৬৫টি, বি.জে.পি ০টি, সি.পি.এম ১টি, কংগ্রেস ০, অন্যান্য ০।
পূর্ব বর্ধমান ২২২টি আসনের মধ্যে ২২২টি ভোট হয়েছে, তৃণমূল ২১৩টি, বি.জে.পি ৩টি, সি.পি.এম ১টি, কংগ্রেস ০, অন্যান্য ৫টি।
বাঁকুড়া ১৯৪টি আসনের মধ্যে ১৯৪টি ভোট হয়েছে, তৃণমূল ১৫৪টি, বি.জে.পি ৩২টি, সি.পি.এম ৩টি, কংগ্রেস ০, অন্যান্য ৫টি।
পুরুলিয়া ৪৪১টি আসনের মধ্যে ৩৪৬টি ভোট হয়েছে, তৃণমূল ২৭৫টি, বি.জে.পি ৬৫টি, সি.পি.এম ৫টি, কংগ্রেস ১, অন্যান্য ০টি।
ঝাড়গ্রাম ১৮৫টি আসনের মধ্যে ১৮৫টি ভোট হয়েছে, তৃণমূল ১১৬টি, বি.জে.পি ৬৩টি, সি.পি.এম ২টি, কংগ্রেস ০, অন্যান্য ৪টি।
পশ্চিম মেদিনীপুর ৪৮৭টি আসনের মধ্যে ৪৮৭টি ভোট হয়েছে, তৃণমূল ৪২২টি, বি.জে.পি ৪৫টি, সি.পি.এম ১৫টি, কংগ্রেস ০, অন্যান্য ৫টি।
পূর্ব মেদিনীপুর ৫১৪টি আসনের মধ্যে ৪৭০টি ভোট হয়েছে, তৃণমূল ৪৪১টি, বি.জে.পি ২০টি, সি.পি.এম ৯টি, কংগ্রেস ০, অন্যান্য ০টি।
হুগলী ৩৪৫টি আসনের মধ্যে ৩১৫টি ভোট হয়েছে, তৃণমূল ৩০৭টি, বি.জে.পি ৫টি, সি.পি.এম ৩টি, কংগ্রেস ০, অন্যান্য ০টি।
হাওড়া ৩৪৪টি আসনের মধ্যে ৩১২টি ভোট হয়েছে, তৃণমূল ২৮৩টি, বি.জে.পি ২২টি, সি.পি.এম ৪টি, কংগ্রেস ০, অন্যান্য ৩টি।
দক্ষিণ ২৪ পরগণা ৬১৭টি আসনের মধ্যে ৩৮৮টি ভোট হয়েছে, তৃণমূল ৩৬০টি, বি.জে.পি ১৩টি, সি.পি.এম ১৫টি, কংগ্রেস ০, অন্যান্য ০টি।
উত্তর ২৪ পরগণা ৪২৫টি আসনের মধ্যে ৩৬৭টি ভোট হয়েছে, তৃণমূল ৩২৫টি, বি.জে.পি ৩০টি, সি.পি.এম ১২টি, কংগ্রেস ০, অন্যান্য ০টি।
মালদহ ৪১৬টি আসনের মধ্যে ৩১৪টি ভোট হয়েছে, তৃণমূল ২৩০টি, বি.জে.পি ৫০টি, সি.পি.এম ১০টি, কংগ্রেস ৫১, অন্যান্য ০টি।
সবমিলিয়ে সমগ্র রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতির ভোটের মোট ফলাফল – তৃণমূল ৪৬০৯টি, বি.জে.পি ৫৫৩টি, সি.পি.এম ১১৩টি, কংগ্রেস ৬১টি, অন্যান্য ৪১।
Be the first to comment