রাত পোহালেই ভোট, প্রস্তুতি তুঙ্গে জঙ্গিপুর-সামসেরগঞ্জে

Spread the love

টানটান উত্তেজনায় রাত পোহালেই জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ বিধানসভার নির্বাচন। ভবানীপুর কেন্দ্রের উপ-নির্বাচনের পাশাপাশি জঙ্গিপুর মহকুমার স্থগিত হয়ে থাকা দুই আসনের জন্য ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। তারই প্রস্তুতি তুঙ্গে।

সামসেরগঞ্জ বিধানসভায় মোট বুথ রয়েছে ৩২৯টি। ১৮টি সেক্টরে এই বুথগুলি রাখা হয়েছে। অন্যদিকে জঙ্গিপুরে মোট বুথের সংখ্যা ৩৬৩। সেক্টর রয়েছে ২৪টি। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে সাড়ে ছ’টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বুধবার বৃষ্টির মধ্যেই ইভিএম নিয়ে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। ভোট উৎসব ঘিরে সাধারণ মানুষ ও প্রশাসনের তৎপরতা তুঙ্গে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রতিটি বুথে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ৷ সিসিটিভির মাধ্যমে নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে জোরকদমে। চলছে নাকা চেকিংও ৷

প্রসঙ্গত, দু’টি বিধানসভা আসনই ছিল তৃণমূলের দখলে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সামসেরগঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৫১১। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ২৩৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২০ হাজার ২৭২ জন। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৭১৫। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৪০৪ এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৩০৫। দু’টি বিধানসভায় মোট তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*