চলতি মাসে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা নেই

Spread the love

চলতি মাসের শেষের মধ্যে রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী কর্মসূচি তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামী ১ বা ২ মার্চ পশ্চিমবঙ্গে বেশ কিছু প্রকল্প ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে। এই একই সময়ে প্রধানমন্ত্রীর অসম ও কেরালাতে বেশ কিছু বিশেষ প্রকল্প ঘোষণার কথা আছে। তার ওপর যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে সেখানে পরীক্ষা, উৎসবের দিকে তাকিয়েই নির্বাচন ঘোষণা ও ভোটের নির্ঘন্ট তৈরী করছে নির্বাচন কমিশন।কমিশন সূত্রে এমনটাই জানা গেছে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ সময় পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সহ অসম, কেরালা, তামিলনাড়ু,পুদুচেরিতে বেশ কিছু সরকারি প্রকল্প ঘোষণা করার দিন ঠিক হয়ে রয়েছে। এর মধ্যে বেশ কিছু শিলান্যাস অনুষ্ঠান ররয়েছে। তাই ৩ কিংবা ৪ মার্চের আগে এই সব রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আগামী ২৩ ফেব্রুয়ারী প্রাধ্যানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে খড়্গপুর আই আই টি-র সমাবর্তনে অংশ নেবেন। এখানকার শ্যামাপ্রসাদ মুখার্জী ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স-এর উদ্বোধন করবেন। তাই ভোট ঘোষণা হয়ে গেলে আদৰ্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাওয়ার ফলে এইসব অনুষ্ঠান হতে পারবে না। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে নির্বাচন ঘোষণার আগেই রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প ঘোষণা করবেন। ভোট ঘোষণা হয়ে গেলে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ঘোষণাও হতে পারবে না। তাই অনেক ভেবেচিন্তে কমিশনকে নির্বাচনের দিন ঠিক করতে ও সেই নির্ঘন্ট ঘোষণা করতে হচ্ছে।

এছাড়া বাংলার নববর্ষ, গুড ফ্রাইডে, দোল, হোলি এই সব উৎসবকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের জন্য ভোটের দিন ঠিক করা হচ্ছে। রাজ্যের জেলাগুলিতে এই মর্মে নির্বাচন কমিশনার তরফে জানিয়েও দেওয়া হয়েছে। ভাবা হচ্ছে বিভিন্ন পরীক্ষার কথাও। নিয়ম হচ্ছে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হওয়ার ২১দিন আগে ভোটের দিন ঘোষণা করার। এতো সবের দিকে নজর দিয়ে এই মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা সম্ভব নয় বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*