কলকাতার রাস্তায় জুন মাস থেকে চালু হবে ইলেকট্রিক বাস

Spread the love

ইলেকট্রিক বাস পরিষেবা আগামী জুন মাস থেকেই চলবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়, এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এই ৪০টি ইলেকট্রিক বাস কেনার জন্য। মোট ৮০টি ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের।

জানা যায় ৪০টি বাসের মধ্যে ২০টি বাসের দৈর্ঘ্য ৯ মিটার এবং আসনসংখ্যা আনুমানিক ৩০। বাকিগুলি হবে ১২ মিটার লম্বা, আসন সংখ্যা হবে ৪০। আরও জানা যায় দুধরনের বাসেই মানুষের দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা থাকবে। এছাড়াও শহরের বাস ডিপোগুলিতে ৩০টি ব্যাটারি চার্জার বসানো হবে। আরও ১০টি ফাস্ট ব্যাটারি চার্জারও বসানো হবে কয়েকটি বাস টার্মিনালে। এ এক অভিনব উদ্যোগ পরিবহন দপ্তরের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*