পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্বোধন হলো ৪০টি ইলেকট্রিক বাসের

Spread the love

পরিবেশকে দূষণমুক্ত রাখতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের ৷ বুধবার কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে ৪০টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এছাড়াও আরও ২০টি CNG বাসের উদ্বোধন করেন তিনি ৷ এই বাসগুলি দুর্গাপুর-আসানসোল রুটে চলাচল করবে ৷

অনুষ্ঠানে ২৫০০ জন গতিধারা প্রকল্পের উপভোক্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রচার অভিযানের জন্য বেশ কিছু সরঞ্জাম পুলিশ ও জেলা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন। অনুষ্ঠানে যে সমস্ত পরিবার নিজেদের আত্মীয়-পরিজনদের পথ দুর্ঘটনায় হারিয়েছে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগাম, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং অন্যান্যরা।

শুভেন্দুবাবু জানান, ইলেকট্রিক বাসের কোনও বিকল্প নেই। শহরকে দূষণমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আসানসোল ও শিলিগুড়িতে ২৫টি, নিউটাউন-রাজারহাট এলাকা এবং হলদিয়ায় আরও ৫০ টি ইলেকট্রিক বাসের অনুমোদন পাওয়া গেছে ৷ খুব তাড়াতাড়ি সেগুলির উদ্বোধন করা হবে।

এছাড়াও কলকাতার প্রান্তিক এলাকাতেও ইলেকট্রিক বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরের ৷ রাজ্যে যাতে ইলেকট্রিক চালিত ছোট গাড়ির ব্যবহার আরও বাড়ানো যায় তারজন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।জেলাগুলিতেও ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে যে ৫৫টি ইলেকট্রিক চার্জিং স্টেশন রয়েছে সেখানে যে কোনও ইলেকট্রিক চালিত গাড়ি শুধুমাত্র ইলেকট্রিকের খরচ দিয়ে নিজেদের গাড়ি চার্জ দিয়ে নিতে পারবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*