দীপাবলীর আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর ১৪এর সপ্তর্ষির

Spread the love

কার্তিক অমাবস্যায় চিরদিনের মতো অন্ধকার নামল কাঁথির সাউ পরিবারে। দীপাবলীর আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পরিবারের ছোট সন্তান সপ্তর্ষির (১৪)।

কাঁথি শহরের আঠিলাবাড়ির ক্যালটেক্স মোড়ে বাড়ি শান্তনু সাউয়ের। বাদ্যযন্ত্রের দোকান রয়েছে তাঁর। সোমবার রাতে তাঁর ছোট ছেলে সপ্তর্ষি  দীপাবলী উপলক্ষে টুনিবাল্ব দিয়ে বাড়ি সাজাচ্ছিল। সঙ্গী ছিল বাড়িরই কর্মচারী শিবশঙ্কর ধাউড়িয়া। পরিবারের সদস্যরা জানান, হঠাৎই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। বাড়ির ছাদে কিছুক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় পরে থাকার পর বিষয়টি বাড়ির লোকের নজরে আসে।

দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সপ্তর্ষিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় শিবশঙ্কর ধাউড়িয়া কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সপ্তর্ষি স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। মেধাবী ছাত্র হিসেবেই পাড়ায় পরিচিতি ছিল তার। সপ্তর্ষির দাদা সোমদেব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

পরিবারের ছোট সন্তানকে হারিয়ে দীপাবলীতে অন্ধকার নেমেছে গোটা পরিবারে। শোকে পাথর পড়শিরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*