হাতির হামলায় মৃত্যু হল এক প্রবীণের। পালিয়ে প্রাণে বাঁচেন মৃতের পরিবারের আরও দুই সদস্য। মৃতের নাম পুশা মুণ্ডা (৬০)। তিনি মাদারিহাট-বীরপাড়া ব্লকের বন্ধ ডিমডিমা চা বাগানের বাসিন্দা। অন্যদিকে ওই ব্লকেরই মাদারিহাটে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি।
গতরাত আড়াইটে নাগাদ ডিমডিমা চা বাগানে হাটখোলা ডাউনলাইনে হাতি হামলা চালায়। হাতির হামলায় বাগানের মানুষের ঘুম ভেঙে যায়। সেই সময় হাতির তাণ্ডবে ঘুম ভেঙে যাওয়ায় বাড়ির উঠোনে পরিবারের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন পুশা মুণ্ডা। আচমকাই হাতি ঢুকে পড়ে তাঁর বাড়ির উঠোনে। পুশা মুণ্ডাকে শুড়ে পেঁচিয়ে বার তিনেক মাটিতে আছাড় মারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। তবে তাঁর পরিবারের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। ভোর পাঁচটা নাগাদ বন দপ্তরের কর্মীরা আসেন। তবে ততক্ষণে হাতিটি পালিয়ে যায়।
অন্যদিকে, একই রাতে মাদারিহাটে হাতির হামলায় ভাঙল চার-পাঁচটি ঘর। মাদারিহাটের প্রধান নগরের অশ্বিনী দাসের দুটি ঘর এবং মেঘনাথ সাহা নগরের গোপাল শর্মার দুটি ঘর ভেঙে দেয় হাতির দল। অন্যদিকে, আলিপুরদুয়ার ব্লক ২-র পানবাড়িতে ঝুনু সরকারের তিনটি ঘর ভেঙে দিয়েছে হাতির পাল। বন দপ্তর সূত্রের খবর, নিয়মমাফিক মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে। এবং যাদের ঘর ভেঙেছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।
Be the first to comment