হাতি মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেফতার করলো কেরল পুলিশ। সে কথা ঘোষণা করলেন কেরলের বনমন্ত্রী কে রাজু। ফলের মধ্যে আতসবাজি ভরে হাতি হত্যার ঘটনায় সে জড়িত বলে তিনি জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তিটি স্থানীয় একটি কৃষি সংস্থায় কর্মরত যেটি মশলা ও অন্যান্য জিনিস ফলিয়ে থাকে। মৃত্যুর আগে হাতিটিকে ওই জমির কাছে দেখা গিয়েছিল। কয়েকজন কৃষককে জিজ্ঞাসাবাদের পর বিস্ফোরক ব্যবহার নিয়ে তথ্য পায় পুলিশ। তারপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই ওই লোকটি ঘটনার সত্যতার কথা স্বীকার করেন নেন।
বনমন্ত্রী আরও জানিয়েছেন, প্রশাসনের পদক্ষেপ এখানেই শেষ হবে না। কারণ, প্রশাসন মনে করছে ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছেন। পুলিশ ও বনমন্ত্রক যৌথভাবে এই বিষয়ে তদন্ত চালাচ্ছে।
বৃহস্পতিবার ট্যুইট করে হাতি হত্যার দোষীদের কঠোর সাজার কথা বলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি লেখেন, ‘পলক্কাড় জেলায় একটি ভয়ানক ঘটনা ঘটেছে। একটি সন্তানসম্ভবা হাতিকে যেভাবে খুন করা হয়েছে, তা নিয়ে অনেকেই আমাদের কাছে জবাব চেয়েছেন। আপনাদের কারওর কথা বৃথা যাবে না। ন্যায়বিচার হবেই।’
আরও একটি ট্যুইটে তিনি লেখেন, ‘তিনজন সন্দেহভাজনকে মাথায় রেখে একটি তদন্ত চলছে। পুলিশ ও বনদফতর একসঙ্গে গোটা বিষয়টির তদন্ত করছে। জেলা পুলিশের প্রধান ও জেলা বন দফতরের অফিসার এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন। আমরা হত্যাকারীদের আইনের কাঠগড়ায় এনে দাঁড় করাবোই। মানুষ ও প্রকৃতির মধ্যে কেন এমন দ্বন্দ্ব বেড়ে চলেছে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে আবহাওয়া পাল্টে যাবে। যা পৃথিবীর পক্ষে ভাল নয়।’
Be the first to comment