একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে বড় ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগের বছরের মতো চলতি বছরেও বাতিল হয়ে গেল একাদশ শ্রেণির পরীক্ষা। কোনও পরীক্ষা ছাড়াই পড়ুয়ারা দ্বাদশ শ্রেণিতে উঠে যাবে।
একাদশ শ্রেণির পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১-এর আগে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সমস্ত হাইস্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাদের এই নির্দেশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবারই চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘জনমতকে গুরুত্ব দিয়েই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক না করার সিদ্ধান্ত। কীভাবে হবে পরীক্ষার্থীদের মূল্যায়ন, তা সাতদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’
রবিবারই পরীক্ষা নেওয়া উচিত কি উচিত নয় আমজনতার কাছে জানতে চায় রাজ্য সরকার। সোমবার দুপুর দুটোর মধ্যে নির্দিষ্ট মেল আইডিতে মতামত পাঠানোর কথা বলা হয়। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত দিয়েছেন ৭৯ শতাংশ মানুষ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছিল ৮৩ শতাংশ।
Be the first to comment