
রোজদিন ডেস্ক : ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা বলেছিল এসএসসি। কিন্তু প্রতিশ্রুতি মতো তাঁরা কথা রাখেনি। প্রকাশ হয়নি চাকরিহারাদের মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য তার তালিকা। এই পরিস্থিতিতে সোমবার রাতভর এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকরা। রাত পেরিয়ে আজ দুপুরেও প্রবল গরমের মধ্যে চলছে সেই অবস্থান। এই নিয়ে মঙ্গলবার দুপুরে মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত ধমকের সুরে চাকরিহারাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? ওই বিষয়টা তো রাজ্য সরকার এবং আদালত দেখবে।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা এভিডেন্স নেব। আমরা কোর্টে কী বলা হয়েছে, দেখব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা, সেটা আপনার দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের উপরে ছেড়ে দিন।’
এরপর বিরোধীদের নিশানা করে তিনি আরও বলেন, ‘কেউ কেউ অনড় রয়েছেন যে, ‘যোগ্য’ এবং ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশ করতে হবে। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? কে যোগ্য আর কে অযোগ্য তো আপনার দেখার দরকার নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। উত্তরপ্রদেশে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। বিজেপি সরকার থাকাকালীন। কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আদালতে গিয়ে আপনাদের হয়ে লড়াই করেছি।’
Be the first to comment