
রোজদিন ডেস্ক, কলকাতা:- কয়েক বছর পূর্বেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার অধিগ্রহণ করে নিয়েছিলেন ইলন মাস্ক। পরবর্তীতে প্ল্যাটফর্মটির নামও পরিবর্তন করে দিয়েছেন তিনি। টুইটারের নাম পরিবর্তন করে ‘X’ করে দেন এই মার্কিন ব্যবসায়ী। এবার প্ল্যাটফর্মটিকে বিক্রিও করে দিলেন ইলন মাস্ক। যদিও, নিজের একটি কোম্পানির কাছেই প্ল্যাটফর্মটিকে বিক্রি করেছেন তিনি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইলন মাস্ক ‘X’ –এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি xAI –এর কাছে বিক্রি করে দিয়েছেন। একটি 33 বিলিয়ন মার্কিন ডলারের ‘All-Stock Deal’ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে বিক্রি করে দিয়েছেন ইলন মাক্স। শুক্রবার এবিষয়ে ঘোষণা করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। যেহেতু এটি অভ্যন্তরীনভাবে সম্পূর্ণ হয়েছে, সেই কারণে ফিনান্স সংক্রান্ত তথ্য জনসমক্ষে নিয়ে আসার কোনও প্রয়োজন নেই।
সূত্রের খবর অনুযায়ী, ‘X’ –এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই একটি পোস্ট করার মাধ্যমে এই বিষয়ে জানিয়েছেন তিনি। এবিষয়ে একটি পোস্ট করার মাধ্যমে ইলন মাস্ক আরও জানিয়েছেন, “xAI –এর কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা রয়েছে। একইসঙ্গে X –এর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা বিপুল। এই দুটি প্ল্যাটফর্ম কে একত্রিত করার মাধ্যমে আমরা একটি বিশাল সম্ভাবনার দরজা খুলে দিতে সক্ষম হয়ে উঠব।“
Be the first to comment