টেসলা ভারতে নিয়োগের আগেই মোদির সঙ্গে ফোনে কথা ইলন মাস্কের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হল টেসলা এবং স্পেসএক্সের কর্তা ইলন মাস্কের। জানা গিয়েছে, প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কিত ভারত-আমেরিকার সহযোগিতার সম্ভাবনা নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। মাস্কের সঙ্গে ফোনালাপের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি লেখেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলিও উঠে এসেছে। আমরা প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এইসব ক্ষেত্রে আমেরিকার সঙ্গে আমাদের অংশীদারিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এই ফোনালাপ খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এর আগে ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে মোদি-মাস্ক সাক্ষাৎ হয়েছিল। টেসলা এখনও আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশ করেনি। তবে চলতি বছরের শুরুতে ট্রাম্প-মাস্কের বৈঠকের পর দেশে বৈদ্যুতিন গাড়ি শিল্পে টেসলা ভারতে নিয়োগ করা শুরু করেছে। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে উদ্যোগী হয় মোদি সরকার। সেই আবহে আমেরিকায়ও গিয়েছিলেন মোদি। ট্রাম্পের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর। এবার মাস্কের সঙ্গে মোদির কথোপকথন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*