সুনীতাদের পৃথিবীতে ফেরাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছাল ইলন মাস্কের মহাকাশযান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মহাকাশচারী সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরাতে রবিবার ভারতীয় সময় সকাল ১১টা বেজে ১৫ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছাল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান।

দীর্ঘদিন মহাকাশে কাটানোর পর, এবার ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা এই দুই মহাকাশচারীর কাছে পৌঁছতে শনিবার রওনা দেয় ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। এর আগেও বহুবার তাঁদের মহাকাশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারই তা কোনও না কোনও কারণে ব্যর্থ হয়েছে।
গ্রিনিচ মিন টাইম অনুযায়ী রবিবার ভোর ৫টা ৪৫ মিনিটে চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন (ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ১১টা বেজে ১৫ মিনিট)। সুনীতারা তাঁদের স্বাগত জানান। এরপরই জানা গিয়েছে, দিন তিনেকের মধ্যেই পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর?
উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে আনতে পাড়ি দিয়েছিল ইলন মাস্কের মহাকাশযান। স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০ এদিন সকালে মহাকাশ স্টেশনে পৌঁছায়। মহাকাশযানটিতে রয়েছেন চার মহাকাশযারী- আমেরিকার অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জ্যাকসার মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশচারী কিরিল পেসকভ।
নাসার জনসন স্পেস সেন্টারের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ইলন মাস্কের মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছতেই ক্রিউ-১০-এর দরজাটি খোলে। তারপরেই বেরিয়ে আসেন গতকাল রওনা দেওয়া চার মহাকাশচারী। সতীর্থদের জড়িয়ে ধরেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর।
এই চার নতুন মহাকাশচারী ক্রিউ-৯-এর কাজ সামলাবেন। আগামী ১৯ মার্চ অর্থাৎ বুধবার পৃথিবীতে ফেরার জন্য রওনা হবেন ক্রিউ ৯-এর সদস্যরা। মানে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং তাঁর সঙ্গীরা আগামী বুধবার মার্চ মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার জন্য রওনা দেবেন। আবহাওয়া অনুকূল থাকলে ফ্লোরিডা উপকূলে ফিরবে তাদের মহাকাশ যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*