আরজি করের বিচারের দাবিতে ইএম বাইপাসের ১৭ কিমি রাস্তা অভিনব মানববন্ধন

Spread the love

 

চিরন্তন ব্যানার্জি:-

আরজি করের ঘটনার বিচার চেয়ে অভিনব প্রতিবাদের সাক্ষী রইল কল্লোলিনী। কোনো নির্দিষ্ট সংগঠন ছাড়াই মঙ্গলবার বিকালে ইএম বাইপাসের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে পালিত হচ্ছে অভিনব মানববন্ধন কর্মসূচি। বাইপাসের ধারে সারিবদ্ধ ভাবে এই দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করছেন তাঁরা। ফলে যান চলাচলে কোথাও কোনও ব্যাঘাত ঘটেনি।

পাটুলি থেকে রুবি, সন্তোষপুর কানেক্টর থেকে পরমা আইল্যান্ড হয়ে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাসের প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় হাতে হাত ধরে নাগরিক সমাজ আরজি কর-কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে সুশৃঙ্খল ভাবে মানববন্ধন কর্মসূচিতে শামিল হয়েছেন কয়েক হাজার মানুষ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি যোগ দিয়েছেন সাধারণ নাগরিকদেরও অনেকে। বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকে ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। এই কর্মসূচির মধ্যেই দেখা যায় এক অভিনব দৃশ্য, পথ চলতি গাড়ি থামিয়ে বেশ কয়েকজন জাস্টিস ফর আরজি কর বলে স্লোগান দিয়ে এদিনের কর্মসূচিকে সমর্থন করেন।
প্রসঙ্গত, গত ১৯ অগস্ট এই ইএম বাইপাসেই দেখেছিল আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের সমর্থকদের অভিনব জমায়েত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*