প্রতিদিন অফিস টাইমে ভিড় থাকলেও, আজকের ছবিটা আলাদা হাওড়া স্টেশনে। শুধুমাত্র রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন রয়েছে। হাওড়া স্টেশনের অধিকাংশ গেট বন্ধ। স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা। মাস্ক পরে, কোভিড বিধি মেনে স্টেশনে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।
শহরের মতো একই ছবি ধরা পড়ল জেলাতেও। পূর্ব বর্ধমানের কাটোয়ায় লোকাল ট্রেন বন্ধ থাকলেও রেল কর্মীদের জন্য চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। সেই ট্রেনে সাধারণ মানুষ ওঠা বন্ধ করতে বিশেষ অভিযান চালাল রেল পুলিশ। মাইকে সতর্কতামূলক প্রচার চালানোর পাশাপাশি, যাত্রীদের স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।
রাস্তায় সরকারি বাসের সংখ্যাও ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় চোখে পড়ে বাস ধরার দীর্ঘ লাইন। কোথাও আবার যাত্রীই নেই।
Be the first to comment