গরুপাচার কাণ্ডে অভিযুক্ত এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লটারি জেতার ৫০ লক্ষ টাকা পেল CBI

Spread the love

বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক। তিহারেই বন্দি আরও দুই অভিযুক্ত সায়গল হোসেন এবং প্রাক্তন বিএসএফ আধিকারিক সতীশ কুমার। তারই মাঝে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এবার লটারি প্রাপকের তালিকাতেও নাম রয়েছে গরুপাচার কাণ্ডের অভিযুক্ত এনামুল হকের। ইডি ও সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ৫০ লক্ষ টাকা জিতেছিল সে। এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই তথ্য সামনে এসেছে।

কালো টাকা সাদা করতেই কি অস্ত্র সেই লটারি? গরুপাচার অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের পর এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেল লটারি জেতার টাকা। জানা গিয়েছে, গোরু পাচার মামলার তদন্তে অভিযুক্ত এনামুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছিলেন সিবিআই, ইডির আধিকারিকরা। তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে এই বিপুল পরিমাণ টাকার লটারি জেতার তথ্য সামনে আসে।

তদন্তকারীদের অনুমান, এনামুল ছাড়ও তাঁর পরিজনরাও লটারি জিতে থাকতে পারেন। সেজন্য তাঁর পরিবারের অন্যান্যদের এবং সহযোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়া গরুপাচারের টাকা লটারির মাধ্যমে এনামুল বা তাঁর পরিজনদের হাতে এসেছিল কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রথম থেকেই সিবিআই আধিকারিকদের সন্দেহ ছিল, গরু পাচারের কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই লটারিকে বেছে নেওয়া হয়েছিল। এর আগে মোট ৫টি লটারির সন্ধান মিলেছে। অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখে লটারির মোটা অঙ্কের পুরস্কার জেতার প্রমাণ পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*