অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছলো ইংল্যান্ড

Spread the love

নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব। বার্মিংহামে সেমিফাইনালে মিনি অ্যাসেজে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারাল ইংল্যান্ড। ১৯৯২ সালের পর আবার বিশ্বকাপ ফাইনালে তারা। রবিবার ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

এদিন অস্ট্রেলিয়ার ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন দুরন্ত ছন্দে থাকা দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জেসন রয়। ১২৪ রানের ওপেনিং পার্টনারশিপই ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয় । ৩৪ রানে আউন হন বেয়ারস্টো। ৬৫ বলে ৮৫ রান করে ফেরেন জেসন রয় । এরপর জো রুট এবং ইয়ন মর্গ্যান জুটি অনায়াসেই ইংল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলে নিয়ে গেলেন। জো রুট ৪৯ এবং মর্গ্যান ৪৫ রানে অপরাজিত থাকেন।

এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ । প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালও লো-স্কোরিং ম্যাচ ছিল । ক্রিস ওকস, জোফ্রা আর্চার, আদিল রশিদের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ২২৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া । ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ও আদিল রশিদ 3টি করে উইকেট নেন । 2টি উইকেট নেন জোফ্রা আর্চার ।

শূন্য রানে ফিঞ্চকে ফিরিয়ে অজ়িদের প্রথম ধাক্কাটা দেন আর্চার । এরপর ওকসের জোড়া ধাক্কায় প্যাভিলিয়নের পথ দেখেন ডেভিড ওয়ার্নার(9) এবং পিটার হ্যান্ডসকম্ব(4)। এরপর অবশ্য দাঁতে দাঁত চেপে লড়াই চালান স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারে । আর্চারের বাউন্সারে চোয়ালে আঘাত লাগার পর ব্যান্ডেজ বেঁধে ৭০ বলে ৪৬ রান করেন ক্যারে। স্টয়নিস শূন্য, ম্যাক্সওয়েল ২২, কামিন্স ৬ আর শেষ দিকে মিচেল স্টার্ক ২৯ রান করেন । অন্যদিকে ১১৯ বলে ৮৫ করে রান আউট হন স্মিথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*