আগামী সপ্তাহে ইংল্যান্ডের মাঠে শুরু হবে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের টেস্ট ম্যাচ। প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার। ২০১৬ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি বাটলার। বর্তমানে ভারতের আইপিএলে খেলছেন তিনি এবং দুর্দান্ত ফর্মে আছেন। শেষ প্রায় ৫টি ম্যাচে তাঁর ব্যাটিং-এর জোড়ে রাজস্থান রয়্যালস প্লে অফের লড়াইয়ে টিকে আছে। ইতিমধ্যে ১৩ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরি সহ ৫০৯ রান করেছেন বাটলার। সর্বশেষ পাঁচ ম্যাচে এসেছে হাফ-সেঞ্চুরিগুলো। বাটলারকে দলে নেওয়ার ব্যাপারে ইংল্যান্ড দলের নির্বাচক এড স্মিথ জানিয়েছেন, ‘বাটলার প্রতিভাবান খেলোয়াড়। ইংল্যান্ডের সীমিত ওভার দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। নির্বাচক প্যানেল এখন অনুধাবন করেছে, তাকে টেস্ট দলে নেয়া উচিত। সে টেস্ট দলের সাত নম্বরেই খেলবে। আইপিএলে আত্মবিশ্বাসের সাথেই খেলছে বাটলার এবং টেস্ট দলের জন্য অনন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন।’
লর্ডসে আগামী ২৪ মে থেকে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। হেডিংলিডতে ১ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যার ফলে জোস বাটলারকে আইপিএলের লিগের শেষ ম্যাচ খেলেই ফিরে যেতে হবে। রাজস্থান রয়্যালস দলে বাটলার ছাড়াও আছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। যার ফলে বাটলারের সাথে সাথে বেন স্টোকসকেও ফিরে যেতে হবে। সেক্ষেত্রে আইপিএলে রাজস্থান রয়্যালস আরও বিপদে পড়বে। যদি রাজস্থান প্লে অফে খেলার সুযোগ পায়, তবে এই দুই খেলোয়াড় ছাড়াই তাদের খেলতে হবে।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, এলিস্টার কুক, ডেভিড মালান, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, ক্রিস ওকস, মার্ক উড।
Be the first to comment