বাংলার পর ফাঁস মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র, পর্ষদ সভাপতিকে তলব শিক্ষামন্ত্রীর

Spread the love

বুধবার আবারও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিলো। এদিন পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষের পর ছাত্রছাত্রীদের কাছে হোয়াটসঅ্যাপে ছড়ানো প্রশ্নপত্র দেখানো হলে তারা জানায় আসল প্রশ্নপত্র ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র একই। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিকেলে পর্ষদ ভবন থেকে কল্যাণময়বাবুকে বিকাশ ভবনে ডেকে পাঠান তিনি।

যদিও পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, মোবাইল নিয়ে আরও কড়া সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দফতর। এবার থেকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকলে, সেই পরীক্ষার্থীকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও শিক্ষামন্ত্রীর নির্দেশ ছাড়া আর সাংবাদিক সম্মেলন করতে পারবে না মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি।

উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাতেও লাভের লাভ কিছুই হলো না। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ফাঁস হলো প্রশ্নপত্র।



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*