পরিস্থিতির অবনতি ঘটা শুরু হয়েছিল আগেই ৷ বর্তমানে প্রায় দুশ্চিন্তার আকার নিচ্ছে ৷ কথা হচ্ছে বাংলা মাধ্যম স্কুলের ৷ সন্তানকে গ্লোবাল করে তুলতে মা-বাবারা ছুটছেন ইংরেজি মাধ্যম স্কুলে ৷ যার নির্যাস, পড়ুয়া কমছে মাত্রাতিরিক্ত হারে ৷
অবস্থা এতটাই সংকটজন যে, কোনও কোনও স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী পাঁচের নীচে নেমে গিয়েছে ৷ পর্ষদের পরিসংখ্যান বলছে, কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সংখ্যা ৪৫৮ ৷ এর মধ্যে ১৫২টি স্কুলে গড়ে ২০ বা ২০-র কম মাধ্যমিক পরীক্ষার্থী ৷ ৪৪টি স্কুলে ৫ বা ৫-এর কম মাধ্যমিক পরীক্ষার্থী৷ কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৬ ৷ বঙ্গবাসী কলেজিয়েট স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী ১ জন ৷ কুমার আশুতোষ ইন্সস্টিটিউশনেও ১ জন ৷ ফলে উদ্বেগে স্কুল শিক্ষা দপ্তর ও পর্ষদ ৷
প্রধানশিক্ষকরা জানাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রী আনার চেষ্টা চালানো হচ্ছে ৷ যাওয়া হচ্ছে ফুটপাথেও ৷ কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না ৷
Be the first to comment