ইংরাজি ফেল

Spread the love

আর্যতীর্থ:

ইংরাজিতেই সব লেখো ভাই, বাংলা ভাষা ঘোড়ার ডিম,

বাংলা থেকে বাংলা হটাও, এটাই স্লোগান, অতঃকিম!

বাংলাতে সব বললে করো মুখ্যু বলে মশকরা,

সবকথাদের যায়না মোটেই ইংরাজিতে বশ করা।

ভুরু কুঁচকে দেখছো কেন? ভাবছো এসব কারসাজি?

দিলাম তবে শব্দ কিছু, ফেল যেখানে ইংরাজি।

গেঁড়ে কিংবা উদো বলে ডাকে যদি কেউ তোমায়

বাঙালী ঠিক বুঝে যাবে সেইকথাতে কি বোঝায়।

মায়ের ভোগে যাওয়ার মানে ইংরাজি আর কি জানে

ঘাবড়ে যাবে বললে মদন কিংবা আতাক্যালানে।

ইংরাজিতে যায়না বলা ধ্যাত্তেরিকা আব্বুলিশ,

পারিস যদি ‘ লে হালুয়া’ ইংরাজিতে বদলে দিস।

আমরা জানি হুমদো কিংবা মেনিমুখো মানে কি,

দামড়া কথার হদিশ আছে ইংরেজদের জ্ঞানে কি?

মাইরি বলে দিব্যি খাওয়া ইংলিশে কি বল দেখি

ক্যাওড়ামো বা ছ্যাঁচড়ামোটা সাহেবসুবো বুঝবে কি?

পিন্ডি যদি চটকে দিলাম ইংরাজি তার কি হবে?

চিমশেপড়ার খুঁজতে মানে ডিকশনারি দৌড়বে।

আচ্ছা ছাড়ো , এসব নাহয় কথ্য ভাষায় বাক্যালাপ,

এসব কথা ভাববে কেন, তোমার গায়ে সভ্য ছাপ।

সোহাগ কথার ইংরাজি কি বলতে পারো খুব ভেবেও?

ন্যাকামি ঠিক কাকে বলে, সাহেব খুঁজে জানতে চেয়ো।

ইংরাজি তাই থাকুক মাথায়, বাংলা বুকের মধ্যে বাঁচে

‘ অভিমান’ এর ইংরাজিটা পাইনি খুঁজে কারো কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*