এনাফ ইজ এনাফ, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয় বললেন রাষ্ট্রপতি, গলায় শোনা গেল আরজি করেরও সুর

Spread the love

চিরন্তন ব্যানার্জিঃ এবার ধর্ষণের বিরুদ্ধে সরব হলেন রাষ্ট্রপতি। “অনেক হয়েছে। মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়।” এভাবেই ধর্ষণের বিরুদ্ধে সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বললেন, “চিকিৎসক-ছাত্রছাত্রী-নাগরিক সমাজ, সবাই রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন। কোনও সভ্য সমাজ মহিলাদের উপর এমন অত্যাচার মানতে পারেন না।”
বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,”নির্ভয়া কাণ্ড ঘটেছে ১২ বছর আগে। এতদিনেও মেয়েদের উপর এমন অত্যাচার বন্ধ করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক।” সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এও জানান, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় তিনি হতাশ ও খুবই আতঙ্কিত।
উল্লেখ্য, হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশেই নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই পরিস্থিতিতে নারীসুরক্ষা নিয়ে সওয়াল করে রাষ্ট্রপতি দ্রৌপদীর মন্তব্য, ‘‘আমাদর সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন। নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন। প্রায়শই এক জন মহিলাকে ‘কম মানুষ’, ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’, ‘কম বুদ্ধিমান’ হিসাবে দেখা হয়। এটি অসুস্থ মানসিকতার লক্ষণ।’’ এদিন রাষ্ট্রপতি সরাসরি কোনও নাম না করে বলেন, ‘‘এমনকি, যখন পড়ুয়া, চিকিৎসক এবং নাগরিকেরা কলকাতায় বিক্ষোভ করছিলেন, তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছে। নাবালিকারাও তাদের শিকার হয়েছে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘এনাফ ইজ এনাফ”।
প্রসঙ্গত, ৯ আগষ্ট মধ্য রাতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনার পর উত্তাল গোটা রাজ্য তথা দেশ। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। অন্যদিকে, সেদিনের ঘটনার পর থেকেই কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিবাদে সামিল হয়েছে সমস্ত পেশার মানুষ। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও গর্জে উঠলেন এই ঘটনার প্রতিবাদে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*