
রোজদিন ডেস্ক, কলকাতা:- আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি সাফ করল এক মহিলা। এ যেন এক আজব কাণ্ড, অবাক এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী এলাকায়। জানা গিয়েছে, চা করতে গিয়ে গায়ে গরম চা পড়ে গিয়ে জখম হন গৃহকর্ত্রী। সেইসময় বাড়ির মেইন গেট পরিচারিকা আসার জন্য খোলা রাখা ছিল।
ওই সময় বাড়ির মেইন সদর দরজা ছিল খোলা, আর তখনই হয় বিপত্তি।এক মহিলা আত্মীয়র পরিচয় দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আলমারি সাফ করে দ্রুত পায়ে হেঁটে ১৫ মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এই চুরির ঘটনায় গতকাল রাতে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। আলমারি থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি গিয়েছে বলে খবর। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও এখনও পর্যন্ত অধরা ওই অজ্ঞাতপরিচয় ‘আত্মীয়া’।
Be the first to comment