আজ রাজ্যের বিভিন্ন হাসপাতালে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন ERS কর্মীরা। রাজ্যের সরকারি হাসপাতালে মোট ৩০০০ এর বেশি রয়েছে ERS কর্মী। SSKM হাসপাতালে ERS কর্মীর সংখ্যা প্রায় ৯০০ থেকে ৯৫০ জন। বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি ERS স্বাস্থ্য কর্মীদের।
তাঁদের অভিযোগ দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ধরে মুমূর্ষ রোগীর সংস্পর্শের প্রতিনিয়ত নিরলস পরিশ্রমের মাধ্যমে পরিষেবা দিয়ে চলেছি, কিন্তু বেতন বাড়েনি। আমরা আশা করছি , অতি দ্রুত তা নিষ্পত্তি করবে স্বাস্থ্য দফতর ।
আন্দোলনকারীরা জানায়, পি এফ কেটে, এস আই কেটে তারা ২৬ দিনের বেতন হিসেবে হাতে পায় ৭,৩৪৯ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অসহনীয় হয়ে উঠেছে। সব বিভাগে বেতন বাড়লেও তাদের বাড়েনি। ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়িতে বেতন বাড়ানোর আর্জি নিয়ে চিঠি দিয়ে আসেন তাঁরা।
Be the first to comment