মাসানুর রহমান –
নব আনন্দে জাগো-আজি নব রবি কিরণে, শুভ্র-সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নববর্ষ ঘিরে বাংলা জুড়ে উৎসবের মেজাজ। শহরজুড়ে ধুমধাম করে চলছে ১৪২৫ কে স্বাগত জানানোর উৎসব।
আজ সকালে ভাষা ও চেতনা সমিতির আয়োজনে দুদিন ব্যাপী নববর্ষ উদযাপন ১৪২৫ এর অনুষ্ঠানের শুভারম্ভ হলো রবীন্দ্রসদন আকাদেমির সামনে। সকালে পার্ক স্ট্রিট জাদুঘরের পাশে সরকারি কারু ও চারুকলা মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় ,যার নাম বৈশাখী যাত্রা।
বাংলা নববর্ষ উদযাপনের ২০ বছর উপলক্ষে এবার এই অনুষ্ঠান দুদিনের। রায়বেঁশে, মাহালি, রবীন্দ্র ও লোকনৃত্য ছাড়াও মূকাভিনয় থাকবে এই অনুষ্ঠানে। এছাড়াও এক আকর্ষণ ভোজনরসিক বাঙালী তাই খাইদাইয়ে আছে পান্তাভাত শুঁটকি, আমপোড়া শরবত, মাছভাত আলুপোস্ত যা পাওয়া যাবে মাত্র ৭০ টাকার বিনিময়েই।
আজ সকালে এই অনুষ্ঠানের শুভসূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ঘরানার মানুষজন। বাংলাদেশের উপ রাষ্ট্রদূত তৌফিক হাসান, বিশিষ্ট আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য, রাজ্য যুগ্ম শিক্ষা অধিকর্তা- প্রবীর ঘোষ রায় ছাড়াও অনেকে।
ভাষা ও চেতনা সমিতির সভাপতি ইমানুল হক বলেন, বাংলা কেবল ভাষাতেই নয় আমাদের রক্তের সাথে আমাদের মায়ের মতো আমরণ সঙ্গী থাকুক। আর এই বাংলা নববর্ষ পালন বাঙালীর সবথেকে প্রিয় অনুষ্ঠান হোক। জাতি-বর্ণ- ধর্ম শেষে আমরা সবাই বাংলাতেই মিশি।
Be the first to comment